স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে আর্জেন্টাইন তারকা মেসি থেকে রামোস হয়তো কিছুটা এগিয়েই থাকবেন। যেখানে গোল করতে ব্যর্থ হয়েছেন বড় তারকা মেসি, সেখানে শেষটা গোল দিয়ে রাঙিয়েছেন রামোস।
পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফির সঙ্গে রামোস। ছবি : টুইটার
শনিবার (৩ জুন) লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্তের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে মেসিদের ক্লাব পিএসজি। ম্যাচটিতে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোস। ম্যাচের ১৬ মিনিটে গোলটি করেছিলেন রামোস, যা পিএসজির জার্সিতে তার শেষ অর্জন।
পিএসজির জার্সিতে এই মৌসুমে ৩৩ ম্যাচ খেলে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন রামোস। আর ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৫৭ ম্যাচে ৫টি গোল করেছেন এই স্প্যানিশ তারকা। তবে গোলের থেকেও তিনি গোল প্রতিরোধে বেশি ভূমিকা রেখেছেন। তাকে পাশ কাটিয়ে গোল আদায় করে নিতে প্রতিপক্ষের খেলোয়াড়দের রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে।
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন রামোস। ফরাসি ক্লাবটিকে চ্যাম্পিয়ন লিগ শিরোপা দিতে না পারলেও দুবার লিগ ওয়ানের শিরোপা জিতিয়েছেন এই ডিফেন্ডার। গত ২ জুন রাতে এক টুইটবার্তায় পিএসজি ছাড়ার ঘোষণা দেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস।
টুইটবার্তায় রামোস বলেন, ‘এই দুটি বছর আমার দুর্দান্ত কেটেছে। এ জন্য ক্লাবটিকে ধন্যবাদ জানাই। এখানে থেকে আমি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পেরেছি এবং নিজের সেরাটা দিতে পেরেছি। এই মুহূর্তে আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলাম।’