মানিকছড়িতে ৯ শ ৫৪ পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ।
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
Update Time :
শনিবার, ৩ জুন, ২০২৩
১৩১
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ সোলার হোম সিস্টেম প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম এলাকায় ৯ শ ৫৪ টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে।
শনিবার (৩মে ২০২৩ইং) দুপুরের দিকে মানিকছড়ি বাটনাতলী ইউনিয়ন পরিষদের সামনে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন উপ-সচিব ও সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:জয়নাল আবেদীন,মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো:মাঈন উদ্দিন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, বাটনাতলি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,বলেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রতিটি সেক্টরে উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুূযায়ী বিদ্যুৎ বিহীন এলাকায় পার্বত্যাঞ্চলের ঘরে ঘরে আলো ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে।