বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন শাহরুখ খান?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খান, যিনি বলিউড বাদশাহ নামে পরিচিত। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ছয় হাজার কোটি রুপি বলে একটি সমীক্ষায় দাবি করা হয়েছে। কীভাবে সাম্রাজ্যের মালিক হলেন শাহরুখ?

সাফল্য-ব্যর্থতার মিশেলেই এগিয়ে চলে জীবন। তারকাদের জীবনকেও সেই দৃষ্টভঙ্গি থেকে দেখা হয়। চলতি বছরে শাহরুখ খানের জীবনেও এসেছে সাফল্য, রয়েছে ব্যর্থতাও। একদিকে তার অভিনীত ‘পাঠান’ বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘জাওয়ান’। আবার তার দল কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয় অধরা রয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও শাহরুখের উপার্জনের রেখচিত্র কিন্তু ঊর্ধ্বগামী। একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, বলিউড বাদশা ৬ হাজার কোটি রুপির অধিকারী। কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করলেন শাহরুখ?

প্রসঙ্গ সিনেমা
ইন্ডাস্ট্রিতে তিন দশকেরও বেশি সময় ধরে রয়েছেন শাহরুখ। শুরু থেকে তার অভিনীত কয়েকটি ছবির দিকে তাকালে বোঝা যাবে, কীভাবে সময়ের সঙ্গে শাহরুখের পারিশ্রমিক বেড়েছে। ১৯৯২ সালে মুক্তি পায় অভিনেতার প্রথম ছবি ‘দিওয়ানা’। ওই একই বছরে মুক্তি পেয়েছিল ‘রাজু বান গায়া জেন্টেলম্যান’। এই ছবির জন্য বাদশার পারিশ্রমিক জানলে অনেকেই বিস্মিত হতে পারেন। ‘রাজু…’র জন্য শাহরুখ পেয়েছিলেন ২৫ হাজার রুপি। এরপর শাহরুখের সব থেকে বড় ব্লকবাস্টার ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। জানা গেছে, এই ছবিতে শাহরুখের পারিশ্রমিক ছিল ৩০ লাখ রুপি। শাহরুখের সাম্প্রতিক ছবি ‘পাঠান’-এ পারিশ্রমিক এবং ছবি থেকে প্রাপ্ত লভ্যাংশের নিরিখে প্রযোজক যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তি হয়েছিল। এই ছবির জন্য বাদশার পারিশ্রমিক ধার্য হয়েছে ২০০ কোটি রুপি!

সফল ‘ব্যবসায়ী’
সফল অভিনেতা হওয়ার পাশাপাশি শাহরুখ একজন দক্ষ ব্যবসায়ী। অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা এবং ভিএফএক্স কোম্পানি রয়েছে, যার নাম রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ২০২২ সালের একটি সমীক্ষা বলছে, এই সংস্থার বর্তমান বাজার মূল্য ১০০ থেকে ৫০০ কোটি রুপির মধ্যে। এছাড়াও একটি জনপ্রিয় ছাত্র প্রশিক্ষণ অ্যাপেও বিনিয়োগ করেছেন শাহরুখ। একটি অ্যামিউজমেন্ট পার্কেরও তিনি অংশীদার।

এবার আসা যাক তার সব থেকে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রসঙ্গে। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। এছাড়াও অভিনেতা দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগের অন্তর্গত ‘কেট টাউন নাইট রাইডার্স’-এর মালিক। প্রত্যেক বছর, টি টোয়েন্টি লিগ থেকে এক বড় অংশের মুনাফা অর্জন করেন শাহরুখ। এখানেই শেষ নয়। বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানেও পারফর্ম করেন শাহরুখ। 

গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, কোনও অনুষ্ঠানের অংশ হতে বা সেখানে পারফর্ম করার জন্য শাহরুখ ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন।

বিজ্ঞাপনের মুখ
ক্যারিয়ারের শুরু থেকেই বিজ্ঞাপনের অন্যতম পছন্দের মুখ শাহরুখ খান। বছরে প্রায় ১০ থেকে ১২টি দেশের প্রথম সারির পণ্য এবং পরিষেবার হয়ে প্রচার করেন শাহরুখ। প্রতি বিজ্ঞাপনে বাদশার পারিশ্রমিক ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে।

সঞ্চালকের আসনে
শাহরুখের রসবোধ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর অভিনেতার এই বিশেষ গুণই বিভিন্ন সময়ে তাকে ছোট পর্দায় বিভিন্ন শোয়ের সঞ্চালকের আসনে বসিয়েছে। জনপ্রিয় গেম শো ‘কোওন বানেগা ক্রোড়পতি’র তৃতীয় সিজনের সঞ্চালক ছিলেন শাহরুখ। এছাড়াও তার ঝুলিতে ছিল ‘কেয়া আপ পাঁচয়ি পাস সে তেজ হ্যায়’ এবং ‘জোর কা ঝাটকা’ রিয়্যালিটি শো। বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে, এই মুহূর্তে কোনও শোয়ের অংশ হতে প্রতি এপিসোডে বাদশা আড়াই কোটি রুপি নিয়ে থাকেন।

মাধ্যম যখন সামাজিক
সময়ের সঙ্গে বিজ্ঞাপনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম টিভির সঙ্গেই প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। শাহরুখও সেখানে পিছিয়ে নেই। বিভিন্ন ব্র্যান্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রচার করে থাকেন। ইনস্টাগ্রাম এবং টুইটারে শাহরুখের ঈর্ষণীয় অনুসরণকারী যেকোনও বড় ব্র্যান্ডের কাছে পাখির চোখ। জানা গেছে, কোনও ব্র্যান্ডের হয়ে শাহরুখ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একটি পোস্ট করা জন্য ৮০ লাখ থেকে ১ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

‘মান্নাত’ ছাড়াও…
যেকোনও পর্যটকের কাছে প্রথম মুম্বাই ভ্রমণ মানেই অন্যতম আকর্ষণ শাহরুখের বাড়ি ‘মান্নাত’। ২০২৩ সালের একটি সমীক্ষা অনুযায়ী, বান্দ্রার এই প্রাসাদোপম বাড়িটির বাজারদর ২০০ কোটি রুপি। মহারাষ্ট্রের আলিবাগে শাহরুখের নিজস্ব বাগানবাড়ি রয়েছে। এই বাড়িটির দাম প্রায় ১৫ থেকে ২০ কোটি রুপির মধ্যে। দেশের বাইরেও অভিনেতার একাধিক বাড়ি রয়েছে। যেমন দুবাইয়ের পাম জুমেইরাতে শাহরুখের একটি নিজস্ব বাড়ি রয়েছে, ভারতীয় মুদ্রায় যার দাম ১০০ কোটি রুপি। এছাড়াও লন্ডনে শাহরুখের একটি বাড়ি রয়েছে। ভারতীয় মুদ্রায় এই বাড়িটির বর্তমান বাজারদর ১৮৫ কোটি রুপি!

এবং বাহন
বলিউডের বাদশাহ মানে তাঁ বাহনেও থাকবে রাজকীয় ছন্দ। জানা গেছে, শাহরুখের গাড়িগুলোর মোট দাম প্রায় ৩১ কোটি রুপি। কী নেই তার কাছে। শাহরুখের মালিকানায় একটি করে বিএমডব্লিউ, অডি, মার্সেডিজ, ল্যান্ড ক্রুজার, বেন্টলি, রেঞ্জরোভার। এরই সঙ্গে ‘পাঠান’-এর সাফল্যের পর অভিনেতা নিজের জন্য একটি রোলস্ রয়েজ় কালিনান ব্ল্যাক ব্যাজ কিনেছেন। আর এই গাড়িটির দাম অন্তত ১০ কোটি টাকা!

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit