জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে সস্থানে দাঁড়িয়ে পাঁচ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালন করলো তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে রংপুর বিভাগের লালমনিরহাটের পাঁচ উপজেলার লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা, আদিতমারী, কালিগঞ্জ, হাতীবান্ধা উপজেলার পারুলিয়া, ঘন্টি বাজারে একযোগে একই সময়ে এ কর্মসূচি পালিত হয়।
৫ মিনিটের কর্মসূচিতে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে বাস ট্রাক মাইক্রো, অটোরিকশাসহ সবধরনের যান চলাচল একেবারে বন্ধ থাকে। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজার সামনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিস্তা বাচাঁ নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে সভায় পরিষদের সহ সভাপতি মাখন লাল দাস, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান, মাইদুল ইসলাম, আপেল সরকার, সাংবাদিক আব্দুর রব সুজন বক্তব্য রাখেন। পরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার সামনে ৫ মিনিটের স্তব্ধ কমসুচি পালন করা হয়।
এদিকে, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুন্টি বাজারে পাঁচ মিনিট স্তব্ধ কর্মসূচি পালন করেন। এ সময় ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মশিউর রহমান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সাইদুর রহমান, ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা বামতীরের সভাপতি মোশারফ হোসেন,মালয়েশিয়া প্রবাসী আশরাফুল ইসলামসহ তিস্তা পাড়ের হাজারও মানুষ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩২