স্পোর্টস ডেস্ক : ‘আমার কাছে জাদুর কাঠি আছে। সেটি দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই…।’- বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই বলছিলেন। অবশ্য মজা করেই বলছিলেন কথাটা। তবে বাংলাদেশের ক্রিকেটে নিয়ে অনেক আশাবাদী এই দক্ষিণ আফ্রিকান।
দলের অনুশীলনের ফাঁকে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পোথাস বাংলাদেশ দল নিয়ে অনেক আশার কথা বললেন। বাংলাদেশ দলকে আরও আগে থেকেই অনুসরণ করছেন উল্লেখ করে বললেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে গত ১২-১৮ মাস ধরে দেখছি। দলের মধ্যে যে সামর্থ্য আছে সেটি এক কথায় অসাধারণ। গত ৬-৮ মাস ওরা যেভাবে খেলছে, আমার মনে হয় ওরা অনেক দূর যাবে। আর সেটা আমার জন্য খুবই রোমাঞ্চকর।’
এরপরও উন্নতির জায়গা তো থাকেই। সেই দিক থেকে দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়েই দলকে বদলে দেবেন, এমনটা বিশ্বাস করেন না পোথাস। আগে খেলোয়াড়দের এবং এই দেশের সংস্কৃতিটা বুঝতে চান তিনি। পোথাস বলছিলেন, ‘আমার কাছে জাদুর কাঠি আছে। সেটি দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই।’
এরপর যোগ করেন, ‘মজা করে বললাম কথাটা। আসলে, নতুন কোনো সংস্কৃতিতে এসেই হুট করে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়। আমি সেটি পারবও না। আগে ছেলেদের দেখতে হবে। ওরা কীভাবে খেলে, সেটা দেখতে হবে। সব দেশই একটা স্রোতের মধ্যে দিয়ে যায়।’
কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৩,/বিকাল ৫:২১