আন্তর্জাতিক ডেস্ক : পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। পুলিশ জানায়, প্রেমিক ও তার খালার সহায়তায় নিজের ছোট বোনকে হত্যা করে ওই কিশোরী। তিন অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কিশোরীকে জেলার সংশোধন কেন্দ্রে এবং তার ১৮ বছর বয়সী প্রেমিক ও খালাকে বিচার বিভাগীয় হেফাজতে নেয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:৪০