আন্তর্জাতিক ডেস্ক কিন্তু মঙ্গলবার মাত্র পাঁচ মিনিটের নিলামে ঘড়িটির দাম ওঠে ৫১ লাখ মার্কিন ডলার। ক্রেতার প্রিমিয়াম ফিসহ ঘড়িটির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ মার্কিন ডলার। ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপের তৈরি। চামড়ার বেল্টের এ ঘড়ির ডায়ালটি প্লাটিনামের তৈরি, যার ব্যাস ১ দশমিক ২ ইঞ্চি। কাঁটাগুলো তৈরি গোলাপি-সোনালি রঙের মিশেলে। নিলামকারী প্রতিষ্ঠানের নাম ফিলিপস। ২০১৯ সালে ঘড়িটি নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের হাতে এসেছিল।
কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/বিকাল ৪:৫৮