নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।নিহত আব্দুর রশিদ(৬২) উপজেলার মানিকপুর গ্রামের মৃত এয়াকুব মোল্লার ছেলে। শুক্রবার (১৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার গাজিরহাট এলাকার মনি মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সিনজি উল্টে গুরুত্বর আহত হয় সিনজি আরোহী রশিদ ও তার স্ত্রী হাজেরা আক্তার (৪৫)। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/২০ মে ২০২৩,/দুপুর ১২:২০