আন্তর্জাতিক ডেস্ক : বিক্রি হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা-বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্বস। প্রায় ৮০ কোটি মার্কিন ডলারের একটি চুক্তির বিনিময়ে ম্যাগাজিনটির বেশির ভাগ শেয়ার কিনছেন অস্টিন রাসেল।২৮ বছর বয়সী এই অস্টিন রাসেল যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি প্রযুক্তি কোম্পানি লুমিনার টেকনোলজিসের সিইও।
তবে রাসেল কীভাবে এই চুক্তিতে অর্থায়ন করছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে বলা হয়নি। এছাড়া ফোর্বসের প্রতিদিনের কার্যকর্মের সাথে রাসেল জড়িত থাকবে না বলেও বিবৃতিতে জানানো হয়। রয়টার্সকে দেয়া এক বিবৃতিতে ফোর্বসের সিইও মাইক ফেডারেল বলেন, “এই শেয়ার মালিকানা বদলের মাধ্যমে একজন সত্যিকারের উদ্ভাবক পেতে যাচ্ছে তার প্রতিষ্ঠান”।
যুক্তরাষ্ট্রের প্রাচীনতম মিডিয়ার মধ্যে ফোর্বস ম্যাগাজিন অন্যতম। প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে প্রকাশিত হয়ে আসছে এই ম্যাগাজিন। শতকোটিপতির তালিকা করার জন্য ফোর্বসের বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে।
কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৩,/বিকাল ৪:৫৮