মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গা প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টার সময় আল্লারদর্গা প্রেস ক্লাবের মিলায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আল্লারদর্গা প্রেস ক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে (দৈনিক বাংলাদেশ বার্তা) ও আল্লারদর্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইদুল আনামের (দৈনিক জনকণ্ঠ) সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি গোলাম মোস্তফা (সাপ্তাহিক সোনার বাংলা) সহ সভাপতি সেলিম রেজা বাচ্চু (সাপ্তাহিক দৌলতপুর বার্তা ),যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ সম্রাট আলী (দৈনিক গনকন্ঠ), দপ্তর সম্পাদক মিলন আলী (দৈনিক বিশ্ব মানচিত্র),নির্বাহী সদস্য জহুরুল ইসলাম ( দৈনিক হিসনা বানী), আসিক ইসলাম (দৈনিক আজকের সুত্রপাত),সদস্য নসিব উদ্দিন , ইবাদত আলী (দৈনিক কুষ্টিয়া বার্তা), নাজমুস শাহদাত খান(দৈনিক অগ্নিশিখা) প্রমুখ । এসময় প্রেস ক্লাবের সার্বিক উনয়ন ও আয় ব্যায়ের হিসাব সহ নানা বিষয়ে আলোচনা করা হয় ।
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/রাত ৯:১২