ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ মে) শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোর বিশ্ববিদ্যালয়েও সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা চলবে। এতে আবেদন করেছেন এক লাখ ২৭ হাজার ৭৫ জন ভর্তীচ্ছু। আসনসংখ্যা ১ হাজার ৮১৫। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ৬৯ জন।
কিউএনবি/আয়শা/১২ মে ২০২৩,/বিকাল ৪:৪৫