ডেস্ক নিউজ : মঙ্গলবার (৯ মে) রাজধানীর মোহাম্মদপুরে পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে ড. ওয়াজেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
নানক বলেন, ‘আজ দেশের ভেতর একটি অশুভ শক্তি কুৎসা রটনার মধ্য দিয়ে সরকার ফেলে দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র করছে। কিন্তু মির্জা ফখরুল সাহেবদের বলতে চাই- এই দেশে তত্ত্বাবধায়ক সরকার চিরতরে বিদায় জানিয়েছিলেন আপনারা। কাজেই জনগণের নির্বাচিত সরকারের অধীনেই এ দেশে নির্বাচন হবে।
ক্ষমতায় যেতে নির্বাচনের বিকল্প পথ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। আন্দোলনের কথা বলে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আমি তাদের (বিএনপি) বলবো সোজা পথে ক্ষমতায় যেতে নির্বাচনে আসুন। নির্বাচনই হলো ক্ষমতায় আসার একমাত্র হাতিয়ার।
এ সময় প্রধানমন্ত্রীর তিন দেশের সফর শতভাগ সফল দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘জাপান সরকার, বিশ্ব ব্যাংক যেভাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তাতে সমগ্র বাঙালি সস্মানিত হয়েছে। সবাই বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন, একই সঙ্গে তারা আমাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪