এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় রুহুল আমীন নামে এক ছাত্রলীগ নেতাকে প্রাননাশের হুমকি দিয়েছে মুঠো ফোনে। ১ মে মিঠুন তার মুঠো ফোনে রুহুল আমিনকে এ প্রাননাশের হুমকিদেয়। এ সময় তাকে বিশ্রী ভাষায় গালাগাল ও করেন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রুহুল আমীন ৩ মে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে গতকালই মিঠুন পাঠনির সেই বিশ্রী গালাগাল ও প্রাননাশের হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত মিঠুনপাঠনি (২৮) উপজেলার সদর চৌগাছা ইউনিয়নের বেড়গোবিন্দপুর গ্রামের মাহিন পাঠনির ছেলে। এদিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এম এ করিম , হাসান রেজা, ফিরোজ হোসেন এবং শফিকুর রহমান রাথিক মৃধা বলেন, মিঠুন মূলত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন স¤পাদক ইব্রাহীমের দেহরক্ষী ও মোটর সাইকলে চালক। উল্লেখ্য এই মিঠুন পাঠনি কিছু দিন আগে এক সাংবাদিকের উপরেও সন্ত্রাসী হামলা চালিয়েছিল।
ঘটনার বিষয়ে রুহুল আমিন বলেন, ১ মে প্রথমে ০১৭২৪-৯৮৪০৭১ নাম্বার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন স¤পাদক ইব্রাহীম হোসেন আমার সাথে কথা বলেন। এর কিছুক্ষণ পরেই ওই একই নাম্বার থেকে আবারো আমার ০১৭২৯-১৮৭৩২৩ নাম্বারে কল আসলে আমি রিসিভ করি। তখন অপরপ্রান্ত থেকে মিঠুন পাঠনি আমাকে বিশ্রী ভাষায় গালমন্দ করতে থাকে। এ সময় সে আমার প্রাননাশের ও হুমকি দেয়।ভাইরাল হওয়া সেই অডিওতে মিঠুন পাঠনির সেই বিশ্রী গালাগাল ও প্রাননাশের হুমকির সত্যতা পাওয়া যায়। অডিওর প্রথমেই মিঠুন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিমের বিরুদ্ধে বিশ্রী ভাষায় গালাগাল করেন। তারপরেই সে রুহুলকে প্রাণ নাশের হুমকি দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে যশোর জেলা ছাত্রলীগের সাধারন স¤পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করবো। তবে এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এম এ করিম বলেন, ঘটনাটি আমি যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসকে জানিয়েছি। চৌগাছা থানাতেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হলে আমরা আদালতে যাবো। অন্যান্য পদক্ষেপও গ্রহণ করবো।
এদিকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এম এ করিম, হাসান রেজা, ফিরোজ হোসেন এবং শফিকুর রহমান রাথিক মৃধাসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য সদস্যরা বলেন আমরা এই সন্ত্রীর বিচার চাই।
কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৯:২১