ডেস্ক নিউজ : এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এদিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের অধীনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫৬ জন। একই সময়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ৩১ হাজার ৪৪৭ জন ও বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ জন।
আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। প্রাপ্ত তথ্য মতে, মোট ১৮ লাখ ৯৩ হাজার ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে এদিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৮ লাখ ৬০ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ১.৭১ শতাংশই অনুপস্থিত ছিল। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্বিতীয় দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮২১২ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ১৭ হাজার ৪২৭ জন বা ১.৬ শতাংশ পরীক্ষার্থী। সাধারণ শিক্ষা বোর্ড গুলোর মধ্যে অনুপস্থিতির হারে এগিয়েছিল কুমিল্লা বোর্ড। অনুপস্থিত পরীক্ষার্থীর হার্ট ছিল ১.৩৫ শতাংশ। সবচেয়ে কম অনুপস্থিতির হার ছিল ময়মনসিং শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে অনুপস্থিত পরীক্ষার্থী ছিল ০.৮৭ শতাংশ।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এদিন মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৮ হাজার ৭০২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ৪৭ হাজার ৭৩ জন। অনুপস্থিতির হার ছিল ৪.৫০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এদিন পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৬ হাজার ১০৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২২ হাজার ৮০৪ জন। অনুপস্থিতির হার্ট ছিল ২.৬২ শতাংশ। এদিন ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। যার মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডের ১৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ১২ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বহিষ্কৃত ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ময়মনসিং শিক্ষা বোর্ডে ৪ জন, কুমিল্লা ও রাজশাহী বোর্ডে ২ জন করে ও ঢাকা, যশোর, বরিশাল এবং দিনাজপুরে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:৩৩