আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় হীরা স্টার অব আফ্রিকা ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা। এর একটি অংশ সেই রাজদণ্ডে লাগানো রয়েছে, যেটি আগামী শনিবার রাজ্যাভিষেকে রাজা তৃতীয় চার্লসের হাতে উঠবে।
জোহানসবার্গে মোথুসি কামাঙ্গা নামে এক আইনজীবী ও অধিকারকর্মী এই হীরাটি ফিরে পেতে অনলাইনে একটি পিটিশন নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি অন্তত ৮ হাজার সই সংগ্রহ করেছেন। তিনি বলেন, এই হীরাটি দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে আনা জরুরি। এটি আমাদের গর্ব, ঐতিহ্য ও সংস্কৃতি হওয়া প্রয়োজন। আমি মনে করি সাধারণত আফ্রিকান জনগণ বুঝতে শুরু করেছে যে, বিউপনিশিকরণ কেবলমাত্র মানুষকে নির্দিষ্ট কয়েকটি স্বাধীনতা দেওয়া নয়, বরং তা ফিরিয়ে দেওয়া যা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।
হীরাটি কুলিনান ১ নামে পরিচিত। রাজদণ্ডে থাকা হীরাটি কুলিনান হীরা থেকে কেটে লাগানো হয়েছে, যা ৩১শ ক্যারেটের ছিল। প্রিটোরিয়ার কাছেই খনন করে হীরাটি পাওয়া যায়। কুলিনান থেকে কেটে নেওয়া ছোট একটি টুকরো কুলিনান ২ নামে পরিচিত। এই টুকরো রাজমুকুটে লাগানো রয়েছে, যেটি রাজ্যাভিষেকের দিন রাজা পরে থাকেন। রাজদণ্ডসহ হীরাটি অন্যান্য রত্নের সঙ্গে টাওয়ার অব লন্ডনে রাখা আছে। কেপ টাউনের ডায়মন্ড মিউজিয়ামে প্রদর্শনের জন্য কুলিনান হীরার একটি রেপ্লিকা রাখা আছে।
জোহানেসবার্গের বাসিন্দা মোহামেদ আবদুল্লাহি বলেন, আমি বিশ্বাস করি এটি ফিরিয়ে আনা উচিত। তারা আমাদের ওপর জুলুম চালানোর সময় এটি নিয়ে গিয়েছিল।
তবে অনেকেই বলেন, তাদের এমনটি মনে হয় না।
কিউএনবি/অনিমা/০৪ মে ২০২৩,/রাত ৮:২১