বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুকুরে ডুবে আরাফাত খা (৯) ও মো. সামির (৮) বছরের দুই শিশুর সলিল সমাধি হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। আরাফাত উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাট গ্রামের এনাম খা’র ছেলে ও মো. সামির উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে।

চম্পকনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. রেজুয়ান আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকেল থেকে ওই দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। তাদের নিখোঁজ বিষয়ে মাইকিংও করা হয়। সোমবার সকালে এ বিষয়ে থানায় জিডি করা হয়। এরপরই এক শিশুর লাশ ভেসে উঠার খবর পাওয়া যায়। পরে আরেক শিশুর লাশ পাওয়া যায়। তিনি আরো জানান, শিশু সামির তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলো।
কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/বিকাল ৩:০৬