শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (কেন্দ্র ঘোষিত) সিলেট জেলা উত্তর শাখার নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা রবিবার (৩০ এপ্রিল) বাদ জোহর নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব শায়খুল হাদীস মাওলানা শায়খ আতাউর রহমান কোম্পানীগঞ্জীর সভাপতিত্বে ও নবগঠিত সিলেট জেলা উত্তর শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় জমিয়তের সদস্য মাওলানা নূর আহমদ কাসিমীর পরিচালনায় এবং ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইনের কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় দীর্ঘ প্রতিক্ষার পর সিলেট জেলা জমিয়তকে দলীয় গঠনতন্ত্রের আলোকে কাজের সুবিধার্থে দু’টি সাংগঠনিক শাখায় ভাগ করে দেওয়ায় কেন্দ্রীয় জমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়।
আহবায়ক কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে আগামী বৃহস্পতিবার বাদ জোহর সিলেট শহরে জেলা উত্তর আওতাধীন পাঁচ উপজেলা যথাক্রমে- সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত দায়িত্বশীলদের নিয়ে একটি বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৪মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উক্ত সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।সভায় উপস্থিত ছিলেন ও অনুভূতি পেশ করেন আহবায়ক কমিটির সদস্য মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা শায়খ আব্দুল হাই, মাওলানা হেলাল আহমদ, মুফতি এবাদুর রহমান, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা কবির আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলইরগাও মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ সিকন্দর আলী, আবু হুরায়রা মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহিয়া খান, যুব জমিয়তের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা শাহিদ হাতিমী, গোয়াইনঘাট উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ জাকির হোসাইন প্রমুখ।
কিউএনবি/অনিমা/০১ মে ২০২৩,/দুপুর ১২:১৮