খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসারে গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে গরুর মালিক ও তার পরিবারের অন্যান্য নারী-পুরুষদের মারধর করা সহ বাড়িতে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। গুরুতর আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২৪ এপ্রিল সোমবার বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িসার আদম মনিরাবাজ গ্রামের ইয়াসিন ও জলিল মাঠ থেকে গরু নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের গরু প্রতিবেশী জসু ঢালী ও আবু সিদ্দিক ঢালীর ক্ষেত থেকে ধান খায়। তখন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় জসু ঢালির ছেলে ইমান ঢালী ও আবু সিদ্দির ছেলে জুয়েলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রাদী নিয়ে ইয়াসিন ও জলিলের বাড়িতে হামলা চালায়। হামরাকারীরা ইয়াছিন ও জলিলকে মারধর করে এবং বাড়িতে লুটপাট করতে থাকে। তখন নুরুল আমিন ভাইদের বাঁচাতে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে। এই ঘটনায় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে।
হাসপাতালের বিছানা থেকে নুরুল আমিন জানায়, তার অপরাধ ছিল ভাই ইয়াসিন ও জলিলকে বাঁচাতে যাওয়া। সেই কারনে হামলাকারীরা নুরুল আমিনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। তার ছেলে সেলিমকে মালয়েশিয়া পাঠানোর সাড়ে ৩ লাখ টাকাসহ স্বর্ণালংকার ও গোয়াল থেকে গরু হামলাকারীরা নিয়ে গেছে। এই হামলায় আহত হেলেনা, হাসিনা, রাসেল, ইয়াসিন ও জলিল হাসপাতালে ভর্তি হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কিউএনবি/অনিমা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৩