বিনোদন ডেস্ক : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সাধারণ মানুষের মতো তারকারাও মেতে ওঠেন ঈদের উল্লাসে। ঈদ উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে নিজের ছবি শেয়ার করেছেন নুসরাত জাহান। গোলাপি সালোয়ার-কামিজে দারুণ দেখাচ্ছে টালি অভিনেত্রীকে। সঙ্গে ফিরনির স্বাদ।
নুসরাতের এই ছবি পোস্ট হওয়া মাত্রই শুভেচ্ছাবার্তায় ভরে যায় নুসরাতের সোশ্যাল ওয়াল। কেউ অভিনেত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ আবার জানতে চেয়েছেন আসন্ন ছবির কথা। বর্তমানে যশ দাশগুপ্ত এবং ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে ‘শিকার’ ছবির অভিনয়ে ব্যস্ত নুসরাত জাহান। ছবির শুটিংও প্রায় শেষের পথে। ছবির শুটিং থেকে খানিক ছুটি নিয়েই পরিবারের সঙ্গে ঈদ পালন করেন নুসরাত জাহান।
ঈদের ছবি শেয়ার করে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। সঙ্গে দিয়েছেন ভালো থাকার বার্তা।
কিউএনবি/আয়শা/২২ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৩