খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত দেশনায়ক তারেক রহমান ও মিয়া নুরুদ্দিন অপুর সুস্থতা কামনায় শরীয়তপুরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনে করেছে জেলা যুবদল। ২১ এপ্রিল শুক্রবার বিকেলে জেলা শহরের উত্তর পালং মদিনাতুল উলূম মাদরাসা মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদ মাহবুব আলম তালুকদার। জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর ও শরীয়তপুর পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম পিন্টু।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দুলাল খান, মহিউদ্দিন বাদল, ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি উজ্জল সিকদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি, সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী, জাজিরা উপজেলা যুবদল সভাপতি আলমগীর ছৈয়াল, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, যুবদল নেতা লিয়াকত খান, ভেদরগঞ্জ পৌরসভা যুবদল সভাপতি ফারুক, ভেদরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক এসকান্দার ছৈয়াল প্রমূখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্রের পুনরুদ্ধার, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপির সকল নেতা-কর্মীদের মাঠে নামতে হবে। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অধিকার আদায় করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ। তাই দেশ রক্ষার আন্দোলনে দলবদ্ধভাবে সকলকে অংশগ্রহণ করতে হবে।
কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮