তথ্যপ্রযুক্তি ডেস্ক : এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন দুটি ফিচার যুক্ত করেছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। নতুন দুই ফিচার এর ব্যবহারকারীদের আদান-প্রদান করা তথ্য আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত রাখবে। অ্যান্ড্রয়েড পুলিশ একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট। তাদের দেয়া তথ্য মতে, নতুন ২টি নিরাপত্তা ফিচার হলো ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’ ও ‘ডিভাইস ভেরিফিকেশন’। আর হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েডের আপডেট ভার্সনে নতুন নিরাপত্তা ফিচারের সুবিধাগুলো ব্যবহার করা যাবে।
নতুন ফিচার ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’ সুবিধার ফলে নতুন কোনো ফোনে যদি একই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালু করা হয় তাহলে পুরোনো একটি সিকিউরিটি মেসেজ তথা সতর্ককরণ বার্তা দেখতে পাবেন ব্যবহারকারী। তখন অ্যাকাউন্টের মালিক তথ্য নিশ্চিত কররেই কেবল নতুন ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চালু করা যাবে। এতে করে ব্যবহারকারীর অজান্তে কেউ তার অ্যাকাউন্ট গোপনে ব্যবহার করতে পারবে না।
হোয়াটসঅ্যাপের আরেক বড় শত্রু হলো হ্যাকার। অনেক সময় গোপন ম্যালওয়্যার ইনস্টলের মাধ্যমে হ্যাকাররা হোয়াটসঅ্যাপের তথ্য চুরি করে থাকে। এ সমস্যা থেকেও মুক্তি মিলবে নতুন ফিচারের মাধ্যমে। ‘ডিভাইস ভেরিফিকেশন’ নামে নতুন সুবিধায় ব্যবহারকারীদের ডিভাইসে ম্যালওয়্যার আক্রমণ করে হোয়াটসঅ্যাপের কোনো তথ্য চুরি করতে পারবে না হ্যাকাররা।
এদিকে অনলাইন থেকে কোনো পণ্য কেনার পর চ্যাটের মাধ্যমেই মূল্য পরিশোধের সুবিধা এনেছে মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম। ফলে পণ্য ক্রয়-বিক্রয়ে তৃতীয় কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হবে না বিক্রেতা ও ক্রেতার। পণ্য পছন্দ হলে পেমেন্ট অপশনে ক্লিক করলেই সরাসরি বিক্রেতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে অর্থ চলে যাবে।
প্রযুক্তি বিষয়ক অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীরা যদি হোয়াটসঅ্যাপের নতুন এ সুবিধা পেতে চান তাহলে হোয়াটসঅ্যাপের ‘পেমেন্ট’ নামের নতুন টুলটি ব্যবহার করতে হবে। এ টুলের মাধ্যমে অন্য অ্যাপে বা কোনো লিংকে ক্লিক না করে হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে। তবে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপের নতুন এ ফিচারের সুবিধা প্রাথমিকভাবে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে চালু করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০