বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে কাজ করছেন ডোয়েন জনসন তথা দ্য রক, কিয়ানু রিভস্, রিচার্ড ম্যাডেনের মতো প্রথম সারির তারকাদের সঙ্গে। কর্মজীবনের পাশাপাশি ঢেলে সাজিয়েছেন ব্যক্তিগত জীবনও।
কয়েক বছর আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন প্রিয়াংকা। সেখানে করণ তাকে প্রশ্ন করেন, তিনি কখনও কোনো সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন কি না। উত্তর দিতে গিয়ে ইতস্তত বা কোনো রকমের হেঁয়ালি না করে প্রিয়াংকার উত্তর, ‘হ্যাঁ’। পরে আরও পরিষ্কার করে প্রিয়াংকা জানান, এক সময় সমকামী সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
নিকের সঙ্গে চারহাত এক হওয়ার আগেই একাধিক চর্চিত প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াংকা। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের সঙ্গেও জড়িয়েছিল তার নাম। পরে সেই সমীকরণ এমন জায়গায় পৌঁছায়, যে শাহরুখের স্ত্রী গৌরী খান বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। পরে অবশ্য শাহরুখ প্রতিশ্রুতি দেন যে, আর কোনো কাজ করবেন না প্রিয়াংকার সঙ্গে। সেই থেকে দুজনকে আর এক ছবিতে দেখা যায়নি।
কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৩,/দুপুর ১:২০