আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার এক ‘নতুন ধরনের’ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে আঘাত হানে বলে জানিয়েছে আল জাজিরা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ২৩ মিনিটে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী একটি অবস্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
এদিকে বৃহস্পতিবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছে সিউল। বৈঠকে উত্তর কোরিয়ার পরীক্ষার নিন্দা জানানো হয়েছে। এই উৎক্ষেপণের সমালোচনা করেছে হোয়াইট হাউসও। হোয়াইট হাউস বলছে, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশনের লঙ্ঘন।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩২