ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২১৫ দশমিক ১৭ পয়েন্টে, যা গত কার্যদিবসের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৩০ পয়েন্ট। এ ছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ দশমিক ৫১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক অবস্থান করছে ২ হাজার ২০১ দশমিক ৯৩ পয়েন্টে। এটি গত কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ দশমিক ৭৯ পয়েন্ট। এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।
এর মধ্যে দাম বেড়েছে ৬৮টি কোম্পানির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৪১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ৩ কোটি ৫ লাখ টাকা বেশি। গত কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার। লেনদেনের শীর্ষে ছিল আমরা নেটওয়ার্কস। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুটওয়্যার, আরডি ফুড, ইউনিক হোটেল ও জেমিনি সি ফুড ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১২