ডেস্ক নিউজ : প্রশ্ন : ইফতারের সময় যদি আশপাশে খাওয়ার ব্যবস্থা না থাকে, তাহলে কী করব? সময়মতো ইফতার না করলে কি রোজা হবে?
উত্তর : যদি আপনি এমন জায়গায় থাকেন যে, সেখানে ইফতারের কিছুই নেই, কিংবা ইফতার করার কোনো সুযোগ নেই, তখন আপনি শুধু ইফতারের নিয়তটা করে নেবেন। ইফতারের দোয়াটা পড়লেই এ ক্ষেত্রে যথেষ্ট হবে। ইফতারের নিয়ত করলেই আপনার রোজা শেষ হয়ে যাবে। এতে রোজার কোনো সমস্যা হবে না। আপনি ইফতারের নিয়ত পড়ে নেবেন। যখন সুযোগ হবে, কিংবা খাবার পাবেন, তখন খেয়ে নেবেন। আপনার রোজা হয়ে যাবে। শুধু নিয়ত করলেই আপনার রোজা হয়ে যাবে। নিয়ত না করলে আবার হবে না। আপনি খান আর না খান, আপনি নিয়তটা করে নেবেন।
কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩৬