আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দীপর ও হ্যাচারী এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নের ১২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ২০৬ মিটার দৈর্ঘ্য সংযোগ ব্রীজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এই ব্রীজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, রাঙামাটি শহরের যে সমস্ত এলাকায় ব্রীজের প্রয়োজন সে সমস্ত এলাকায় ব্রীজ নির্মান করা হবে। তিনি বলেন, রাঙামাটি শহরের একটি মাত্র মূল সড়ক যার কারণে শহরে এখন যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। রাঙামাটি শহরটাকে সচল রাখার জন্য আরো বেশি করে রাস্তা নির্মান করা প্রয়োজন। সাধারণ মানুষ ও ট্রাফিকের কথা চিন্তা করে সেই লক্ষ্যে পরিকল্পা হতে নেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, টিকাদার মাসুদ রানা সহ সংশ্লিষ্টরা।
কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৩,/দুপুর ১:৪৩