রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন

রানীশংকৈলে ৮ প্রতারক চক্র গ্রেফতার- ওসির সংবাদ সম্মেলন।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১০৬ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)গুলফামুল ইসলাম শনিবার ৮ এপ্রিল দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিংযের আয়োজন করেন। এতে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিংয়ে ওসি তার লিখিত ও মৌখিক বক্তব্যে দেন। বক্তব্যে তিনি গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় সীমান্তবর্তী কোচল গ্রাম থেকে ৮ জন স্বর্ণ প্রতারককে গ্রেফতার বিষয়ে বিস্তারিত তথ্য দেন।

ওসি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে এই প্রতারকদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১. রুমা আক্তার(৩৫),স্বামী- মো: তসলিম, গ্রাম- শাহার, পীরগঞ্জ। ২. বর্ণা আক্তার (২৫)৷ স্বামী-মোস্তফা,গ্রাম- কোচল,রাণীশংকৈল। ৩. আমেনা বেওয়া(৭০) স্বামী- ফজর আলী, গ্রাম -কোচল,রাণীশংকৈল। ৪. রূপালি ( ২৭) স্বামী- রুবেল গ্রাম-কোচল, রাণীশংকৈল। ৫. পারুল আক্তার (১৯) পিতা- মো: বাবুল গ্রাম- কোচল,রাণীশংকৈল। ৬. মো: বিপ্লব(২২) পিতা- শহিদুল গ্রাম- কোচল, রাণীশংকৈল।

৭. সুমন(২৫) পিতা আব্দুস সালাম, গ্রাম-কোচল,রানীশংকৈল ৮. মারুফা পিতা মৃত- আব্দল খালেক গ্রাম-কোচল।– এটি একটি সংঘবদ্ধ চক্র যাতে আরো সদস্য থাকতে পারে।এরা দীর্ঘদিন ধরে এলাকায় লোকজন ভুলিয়ে ভালিয়ে ভুয়া সোনার মুর্তি ও অন্য দ্রব্যাদি বিক্রি করে প্রতারণা করে আসছিল। ওসি (তদন্ত) মহসিন ও সঙ্গীয় ফোর্স তাদেরকে বাড়ি থেকে উল্লিখিত সময়ে গ্রেফতার করে। তাদের নামে থানায় ২টি পৃথক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ (৮ এপ্রিল) জেলহাজতে পাঠানো হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit