ডেস্ক নিউজ : হাদিস : আনাস ইবনে মালিক (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) মাগরিবের নামাজ আদায়ের আগেই কয়েকটা তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। তিনি তাজা খেজুর না পেলে কয়েকটা শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। আর শুকনা খেজুরও না পেলে তবে কয়েক ঢোক পানি পান করতেন।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৬৯৬)
সংক্ষিপ্ত ব্যাখ্যা : হাদিসের বর্ণনা থেকে বোঝা যায়, নবীজি (সা.) খেজুর দ্বারা ইফতার করতে পছন্দ করতেন। তিনি সাধারণত তাজা খেজুর দ্বারা ইফতার করতেন। সেটা না পেলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। প্রাজ্ঞ আলেমরা এই হাদিসের আলোকে বলেন, কোনো মুমিনের যদি সামর্থ্য থাকে তবে খেজুর দিয়ে ইফতার করা উত্তম। যদি কেউ ইফতারের সময় খেজুর সংগ্রহ করতে না পারে, তবে সে নবীজি (সা.)-এর আনুগত্যের নিয়তে পানি দ্বারাও ইফতার করতে পারে। এই হাদিসে দ্রুত ইফতার গ্রহণের ব্যাপারেও তাগিদ রয়েছে। কেননা নবীজি (সা.) নামাজের আগেই দ্রুত ইফতার গ্রহণ করতেন।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৪৬