জালাল আহমদ ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন”নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ এর উদ্যোগে ‘শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।আজ ৭ এপ্রিল (২০২৩) শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সংগঠনের সভাপতি আইনুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও ইফতার মাহফিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি নোয়াখালী নিবাসী দেশের খ্যাতনামা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নোয়াখালীর সন্তান টাঙ্গাইল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার লিপু বলেন, বর্তমানে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে।চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রয়োজন। আশাকরি আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারব।শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালীর সন্তান।তিনি তাঁর চেষ্টায় নোয়াখালীকে সিঙ্গাপুরে পরিণত করেছেন ।এখানে নোয়াখালীর মেধাবী সন্তানরা উপস্থিত আছেন।সবার অংশগ্রহণ করার মধ্য দিয়ে নোয়াখালী মডেল জেলায় পরিণত হবে।ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা যখন প্রান্তিক অঞ্চল থেকে বিশ্ববিদ্যালয়ে আসি তখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।ছাত্রকল্যাণ সংগঠন গুলোর মাধ্যমে আমরা সেসব সমস্যা সমাধান করতে পারি।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুন নুর দুলাল বলেন,” জীবনে অহংকার করার মতো আমার যা কিছু আছে ,তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম।আমার গর্ব হয় জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমাদের সংবিধানের চারটি মূলনীতির একটি হলো জাতীয়তাবাদ। যেটি নোয়াখালীর মানুষ মনে প্রাণে ধারণ করে। বিশ্বের মধ্যে নোয়াখালী জেলার মানুষের জাতীয়তাবা সবচেয়ে বেশি।”জয় বাংলা” শ্লোগান কে “জাতীয় শ্লোগান” করার দাবিতে সুপ্রিমকোর্টে রিটকারী আলোচিত আইনজীবী ডক্টর বশির আহমেদ বলেন, “নোয়াখালী জেলার মানুষ একদিন বিশ্বের নেতৃত্ব দিবো। কারণ নোয়াখালী জেলার মানুষ সবচেয়ে বেশি সাহসী”।তিনি প্রতি বছর নোয়াখালী জেলার শিক্ষার্থীদের কে জয় বাংলা বৃত্তি প্রদান করার ঘোষণা দেন।
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৫২