বিনোদন ডেস্ক : সালমান খানের বয়স ৬০ ছুঁই ছুঁই। তার সমসাময়িক অনেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। সালমানও অনেকটা সেই পথে, সিনেমা করছেন বেছে বেছে। অনেকে ধরে নিয়েছেন সিনেমাকে বিদায় বলার অপেক্ষায় সালমান।
নতুন প্রজন্মকে কখন মঞ্চ ছেড়ে দিচ্ছেন, জানতে চাইলে সালমান জানান, ‘আমরা এখনই অবসর নিচ্ছি না।’
বুধবার ৬৮তম ফিল্মফেয়ার সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন সালমান খান। এ উপলক্ষ্যে মুম্বাইতে আয়োজন হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালমান খান বলেন, তরুণ অভিনেতারা সবাই পরিশ্রমী, মনোযোগী ও প্রতিভাবান। কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির পাঁচ তারকা আমি, শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার ও আমির খানের সঙ্গে দৌড়াতে গেলে তারা ক্লান্ত হয়ে যাবেন। এখনই নতুন এই প্রজন্মকে জায়গা ছেড়ে দিচ্ছি না।
তিনি আরও বলেন, আমরা সহজে হাল ছাড়ছি না। আমাদের সিনেমা দর্শক পছন্দ করেন। তারা পর্দায় আমাদের দেখতে চান। তাই আমরা আমাদের সিনেমার পারিশ্রমিক বাড়াই।
অন্যদিকে তরুণ অভিনেতাদের নিয়ে সালমান বলেন, তরুণ অভিনেতারা আমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারিশ্রমিক বাড়ান। কিন্তু দর্শক তাদের সিনেমা না দেখে আমাদের সিনেমা দেখতে হলে আসেন।
সালমান অভিনীত ‘কিসিকা ভাই কিসিকা জান’ মুক্তি পাবে এই ঈদে। সিনেমায় সালমানের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে।
কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১১