স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন টাকার। ১৪৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। এটা আবার টাকারের টেস্ট অভিষেক ম্যাচ। ট্যাকটরকে নিয়ে ৭২ রানের জুটি গড়ার পর অ্যান্ডি ম্যাকব্রাইনকে নিয়ে শত রানের বড় জুটি গড়েছেন টাকার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে ব্যাট করছে আয়ারল্যান্ড। সফরকারীদের লিড ৭৪ রানের। ১০৭ রান নিয়ে টাকার ও ৩৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
আগের দিন ২৭ রানে ৪ উইকেট হারানো আইরিশরা তৃতীয় দিন পুরো এক সেশনে মাত্র একটি উইকেট হারায়। তৃতীয় দিনও প্রথম ওভারে বল করতে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গী হিসেবে ছিলেন তাইজুল। আগের দিন আইরিশদের চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছিলেন তারা দুজন।
এদিন অবশ্য অতিরক্ষণাত্মকভাবে বাংলাদেশি স্পিনারদের মোকাবিলা করতে থাকেন গতদিনের দুই অপরাজিত ব্যাটার হ্যারি ট্যাকটর ও পিটার মুর। ১৫ ওভার ব্যাট করে তারা যোগ করেন ৩৮ রান। মুরকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। ৭৮ বলে ৩ চারে ১৬ রান করেন তিনি। মুরের বিদায়ের পর হ্যারি ট্যাকটর ও টাকার দলের হাল ধরেন।
কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:৩১