আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের এক প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। ভারত-পাকিস্তানও ভোটদান থেকে বিরত থেকেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের মেয়াদ আরও এক বছর বাড়াতে এই ভোটাভুটি হয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এসব গণমাধ্যমে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) প্রস্তাবটি তোলে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৭টি দেশ ভোটদান থেকে বিরত থাকে। ২৮টি দেশ ভোট দেয়। চীন ও ইরিত্রিয়া বিরোধিতা করে।
পরে জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের স্থায়ী প্রতিনিধি সের্গেই কিসলিৎসিয়া এক টুইটে বলেন, রাশিয়ার আগ্রাসরে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির সমর্থনে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া হয়েছে। আমরা এ জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রতিনিধিদের অভিবাদন জানাই। এবার যুদ্ধাপরাধের জবাবদিহি করতে হবে।
এর আগে, ২ মার্চ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ সাধারণ পরিষদ। ওই নিন্দা প্রস্তাবেও ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ভারত, চীন, বাংলাদেশ, পাকিস্তানসহ ৩৫টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ পাঁচটি দেশ।
কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:২৯