আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী বিক্ষোভের খবর প্রকাশ করার জেরে গত বছর ওই টিভির সম্প্রচার বন্ধ করে দেয় ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। প্রায় এক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেয়েছে মালায়লাম ভাষার নিউজ চ্যানেলটি।
বুধবার (৫ এপ্রিল) চ্যানেলটির পক্ষে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে, সরকারের সমালোচনা করা মানেই দেশবিরোধীতা নয়। বরং শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। একইসঙ্গে দ্রুত নিউজ চ্যানেলটি পুনরায় সম্প্রচারের নির্দেশ দিয়েছেন আদালত।
‘দেশবিরোধী ও জাতীয় নিরাপত্তার পরিপন্থি’ তকমা দিয়ে ২০২২ সালে মালায়লাম চ্যানেলটির সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার। এই নির্দেশ বহাল থাকে কেরালার হাই কোর্টেও।বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় টিভি চ্যানেল ‘মিডিয়া ওয়ান’ কর্তৃপক্ষ। কেরালার হাইকোর্ট কিভাবে কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আদালতে জমা দেয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলো তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
২০২০ সালে ভারতজুরে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী যে বিক্ষোভ হয়েছিল তার খবর সম্প্রচার করে নিউজ চ্যানেল মিডিয়া ওয়ান। এরপরই চ্যানেলটির বিরুদ্ধে ‘দেশবিরোধী’ খবর প্রচারের অভিযোগ তোলে বিজেপি সরকার। যার পরিপ্রেক্ষিতে ২০২২ সালে বন্ধ করে দেয়া হয় এর সম্প্রচার।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১০:৫৮