আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন যখন পার্লামেন্টে শেষবারের মত বক্তব্য রাখছিলেন, তখন তার কণ্ঠ জড়িয়ে আসছিল। বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন তিনি। বক্তব্য শেষ হেলে এতদিনের সহকর্মীরা তাকে জড়িয়ে ধরেন। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।
বিদায়ী বক্তব্যে ৪২ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, তার সাড়ে ৫ বছরের প্রধানমন্ত্রীত্বে তাকে নানা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনকে ‘বড় সংকট’ বলে উল্লেখ করেন আরডার্ন।
তার কথায়, ‘সন্ত্রাসী হামলা, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, করোনা মহামারির মতো একটির পর একটি সমস্যায় প্রধানমন্ত্রী হিসেবে আমি মানুষের জীবনে তাদের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোয় নিজেকে খুঁজে পেয়েছি। তাদের গল্প ও মুখগুলো আমার মনের মধ্যে রয়ে গেছে এবং সম্ভবত চিরকাল থাকবে। এটাই প্রধানমন্ত্রীর দায়িত্ব ও সুবিধা।’
জাসিন্ডার শাসনামলেই ক্রাইস্ট চার্চ মসজিদে ভযাবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সে সময় তার তাৎক্ষণিক পদক্ষেপ এবং পরবর্তীতে সন্ত্রাসবিরোধী নানা কার্যক্রমের কারণে বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। এখন তিনি অনলাইনে চরমপন্থা ছড়ানোর বিরুদ্ধে কাজ করবেন বলে জানিয়েছেন।
চলতি বছরের শুরুতে হঠাৎ করেই প্রধানমন্ত্রীত্ব ও রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাসিন্ডা। জনপ্রিয়তা সত্ত্বেও সে সময় তার এই আকস্মিক ঘোষণায় নিউজিল্যান্ডবাসী বিশ্বাস করতে পারেনি।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫২