বিনোদন ডেস্ক : ব্যবসায়ীদের দুর্দিনে ব্যথিত দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। সেখানেই এগিয়ে আসছেন একের পর এক তারকা।
বুধবার (৫ এপ্রিল) বুবলী এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বঙ্গবাজারে পুড়ে যাওয়া কিছু কাপড় বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছ থেকে কিনে নিয়েছেন তিনি। যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। পাশাপাশি সবাইকে অনুরোধ জানিয়েছেন পুড়ে যাওয়া কিছু কাপড় কিনে হলেও ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:৫২