আন্তর্জাতিক ডেস্ক : এছাড়াও দেশটির সমাজ, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য এ প্রযুক্তি কোনো ঝুকিঁ তৈরি করছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। এ প্রযুক্তির ভালো-মন্দ বিভিন্ন বিষয় নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। চ্যাটজিপিটি নিয়ে বিশ্বজুড়ে পক্ষে বিপক্ষে নানা মত পাওয়া যাচ্ছে। এসবের মধ্যেই এবার এ প্রযুক্তি নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের শুরুতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পণ্য সমাজের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। এসব পণ্য সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আগে সেগুলো নিরাপদ কিনা তা যাচাই করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান তিনি।
বাইডেন বলেন, ‘প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়ার আগে তার নিরাপত্তা যাচাই করা উচিত। প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া প্রযুক্তি ব্যবহারের যে বিরূপ প্রভাব পড়ে, তা আমরা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি।’
গত সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ব্যবহারকারীদের তথ্য ঝুঁকির কারণে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছে ইতালি। এর আগে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ও অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ কয়েক হাজার ব্যক্তি প্রয়োজনীয় সুরক্ষা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বন্ধে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:৩৪