ডেস্ক নিউজ : শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্টসহ বিভিন্ন পেশাজীবী নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের আগে স্বাগত বক্তব্যে এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম বঙ্গবাজার মার্কেটসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সরকারের নানা ব্যর্থতা ও ঘটনা-দুর্ঘটনায় দেশ আজ নরকে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশ ও দেশবাসীর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। পুঁজি হারানো হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীর প্রতি সমবেদনা জানাই।’
ইফতার মাহফিলে কূটনীতিকদের মধ্যে অংশ নেয় মার্কিন দূতাবাস, ব্রিটিশ হাইকমিশন, চীন, জাপান, জার্মান দূতাবাস এবং জাতিসংঘের কূটনীতিকরা।
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য-সচিব মজিবুর রহমান মনজুর পরিচালনায় অনুষ্ঠিত ইফতারে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।
এ ছাড়া এবি পার্টির ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, মিনহাজুল আবেদীন শরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৫