আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলের বলখ প্রদেশে আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তালেবান। এতে ছয়জন আইএস সদস্য নিহতের খবর জানিয়েছে দেশটির পুলিশ। আফগানিস্তান পুলিশের এক মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বলখ প্রদেশের পুলিশ প্রধানের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি জানায়, সোমবার (৩ এপ্রিল) গভীর রাতে নাহরি শাহি জেলায় আইএসআইর একটি গোপন আস্তানা লক্ষ্য করে তালেবানের অভিযান শুরু হয়। অভিযানে আইএসের ৬ সদস্য নিহত হয়েছে। আফগানিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত আইএস সংশ্লিষ্ট গোষ্ঠী আইএসকেপি।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই গোষ্ঠীটি দমনে অভিযান চালিয়ে আসছে তালেবান। বর্তমানে তালেবানের জন্য আইএস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছিল। এ ছাড়া সম্প্রতি কাবুলে হামলায় দায় স্বীকার করেছে আইএস। জঙ্গিগোষ্ঠীটি আফগানিস্তানে শিয়া সম্প্রদায়ের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে।
কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫২