আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে নাবালিকা ছাত্রীকে বিয়ে করায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ওই ছাত্রীকে মন্দিরে বেড়াতে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করেন ৩৩ বছর বয়সী শিক্ষক চালাপাথি। রবিবার (০২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার গঙ্গাভারম মন্ডল এলাকায়। অভিযুক্ত শিক্ষক বিবাহিত এবং তার একটি মেয়ে রয়েছে।
পুলিশ জানায়, চালাপাথি একটি বেসরকারি স্কুলে পড়ান। ওই স্কুলেরই এক ছাত্রীকে জোর করে বিয়ে করেছেন তিনি। গত বুধবার মেয়েটির ফাইনাল পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে মেয়েটিকে (১৭) মিথ্যা কথা বলে তিরুপতি মন্দিরে নিয়ে যান চালাপাথি। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী প্রথমে রাজি না হলেও চালাপাথি জানান, তাকে সম্পূর্ণ বিশ্বাস করা যেতে পারে। মন্দির থেকে ঘুরে আবার যে যার বাড়ি চলে যাবেন।
মন্দিরে গিয়ে ওই ছাত্রীকে জোর করে বিয়ে করেন শিক্ষক চালাপাথি। মেয়েটি বাড়ি এসে বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। পরে ওই ছাত্রীর পরিবার বৃহস্পতিবার রাতে গঙ্গাভরম থানায় শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত চালাপাথির বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:২০