জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ৩২তম বিসিএসের সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইং এ কর্মরত মো. শাহেদ শাহান সভাপতি ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসাইন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।আগামী ২০২৩-২০২৫ ইং মেয়াদে দায়িত্ব পালনের জন্য তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।আজ শুক্রবার (৩১ মার্চ ২০২৩) খ্রি. রাতে রাজধানীর নায়েমের অফিসে নব নির্বাচিত ফোরামের সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব নূশরাত হাছনীন, নির্বাচন কমিশনার জনাব আহমেদ জাফর সাদিক ও জনাব রূপম চন্দ্র বণিক।

২৩ সদস্য বিশিষ্ট ফোরামের অন্যান্যরা হলেন, মোঃ মনির হোসেন মজুমদার, সহ- সভাপতি, জ্যোতিলাক্ষ চাকমা, সহ- সভাপতি, শ্রাবণী ধর, সহ- সভাপতি (সভাপতি,ঢাকা মহানগর), এম এম শামীম হোসাইন,সহ- সভাপতি (সভাপতি,ঢাকা অঞ্চল), এমারশন চাকমা, সহ- সভাপতি (সভাপতি, চট্টগ্রাম অঞ্চল), মোঃ রেজাউল করিম, সহ- সভাপতি (সভাপতি, রাজশাহী অঞ্চল), মো: সাজ্জাদ হোসেন খান,সহ- সভাপতি (সভাপতি, খুলনা অঞ্চল), মো: সৌরভ খান, সহ- সভাপতি (সভাপতি, সিলেট অঞ্চল ), এ এইচ এম মিজানুর রহমান,সহ- সভাপতি (সভাপতি, বরিশাল অঞ্চল), মোছাঃ জেসমিন আক্তার, সহ- সভাপতি (সভাপতি, রংপুর অঞ্চল ), মোঃ রাশেদুল ইসলাম, সহ- সভাপতি (সভাপতি, ময়মনসিংহ অঞ্চল ), জোহরা ফারজানা, সহ- সভাপতি (সভাপতি, কুমিল্লা নোয়াখালী অঞ্চল ) আসমা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক, ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, মো: ইসরাফিল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক, মোঃ দোস্ত মাহমুদ সরকার, প্রচার সম্পাদক,
মোঃ অলিউল ইসলাম, দপ্তর সম্পাদক, এ কে এম ফজলুল হক, সমবায় ও কল্যাণ সম্পাদক, ড. মো: ময়েজ মাহমুদ, অর্থ সম্পাদক, কাজী আপন তিবরানী, আইন সম্পাদক, সাজেদা আক্তার আসমা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক।
কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৩,/সকাল ১০:২৬