তথ্যপ্রযুক্তি ডেস্ক : এই সপ্তাহের শেষে অর্থাৎ শনিবারে পৃথিবী এবং চাঁদের কক্ষপথের মধ্যে দিয়ে চলে যাবে বিশাল এক গ্রহাণু। এটা এতোটাই বড় যার আঘাতে একটি শহর সহজেই ধ্বংস হয়ে যেতে পারে। তবে আমাদের ভাগ্য ভালো। এটি চাঁদ বা পৃথিবী কোনটিতেই আঘাত হানবে না। বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। গ্রহানুটি এক মাস আগে আবিষ্কৃত হয়েছিল। শনিবার চাঁদের ৫ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে চলে যাবে এটি। এর কয়েক ঘন্টা পরেই পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে।
সূত্র: বিবিসি।
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:২১