ডেস্ক নিউজ : তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারকে টেনে নামাতে গিয়ে নিজেরা কোমর ভেঙেছে। এখন কোনো ইস্যু নেই। তাই এখন গেছে সড়ক দুর্ঘটনার মধ্যে। এখন সড়ক ও সেতুমন্ত্রীর পদত্যাগ কামনা করছেন। অথচ তিনি একজন সফল মন্ত্রী।’ তাই আন্দোলনে ব্যর্থ হয়ে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন হাছান মাহমুদ।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/রাত ৮:৩৫