বিনোদন ডেস্ক : জিশান বলেন, কোনও সমস্যা ছিল না বাবার। দুদিন আগে জ্বর হয়েছিল, সেটাও ভালো হয়ে যায়। সকাল ১১টার দিকে নিজ বাসাতেই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। খালেকুজ্জামানের প্রথম জানাজা বাদ জোহর নিকেতনে অনুষ্ঠিত হয়েছে। এরপর বিমানবন্দর কার্গো মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান জিশান। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৮