স্পোর্টস ডেস্ক : ভিনগ্রহের ফুটবলার নামে খ্যাতি তো অনেক আগেই পেয়েছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর শিরোপা এনে দেওয়ার পর তো তার নাম সর্বকালের সেরার তালিকায় পেলে ও ম্যারাডোনার পাশে। একজনের পক্ষে জেতা সম্ভব এমন সবকিছু জিতেই মেসি ইতিহাসের সর্বজয়ী ফুটবলার।
সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে সামনাসামনি এক নজর দেখার সুযোগ পেতে কী-ই না করে ভক্তসমর্থকরা। সেই মেসিই যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায় তবে ভিড় জমে যাওয়াটাই তো স্বাভাবিক।
রেনের বিপক্ষে শেষ ম্যাচে পিএসজি হেরে যাওয়ার পর সময় নষ্ট না করেই দেশে ফিরেছেন মেসি। ক্লাবের হয়ে তার পারফরম্যান্সের জন্য ফ্রান্সে চলছে ব্যাপক সমালোচনা। কিন্তু দক্ষিণ আমেরিকায় নিজের দেশে মেসিই এখন সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি। ৩৫ বছর বয়সী মেসি দেশবাসীর চোখে একজন জাতীয় বীর। তাই দেশে ফিরে মেসি যেখানেই যাক, ভিড় করে আলবিসেলেস্তে সমর্থকরা।
আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেশে ফেরা মেসি রাতের খাবার খেতে গিয়েছিলেন বুয়েন্স এইরেসের একটি রেস্টুরেন্টে। সঙ্গে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষীরা থাকলেও সেখানে ঠেকানো যায়নি জনসমাগম। প্রিয় তারকাকে এক নজর দেখতে ভিড় করে মানুষ। সেখানেই মেসির স্পর্শ পেতে উন্মুখ মানুষের ভয়াবহ জটালায় পথরোধ হয়ে যায় ক্ষুদে জাদুকরের। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়েছে সে ভিডিওচিত্র।
মেসিকে নিয়ে আর্জেন্টাইনদের এই উন্মাদনা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হলেও তা চিন্তারও বিষয়। এমন ভিড়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকেই যায়। শঙ্কা থাকে দুর্ঘটনারও। অনেকেই তাই আরও বেশি সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন তাকে।
কিউএনবি/আয়শা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৫:২৯