ডেস্ক নিউজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার আর বর্ণিল আয়োজনে কুমিল্লাস্থ বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে প্রথম অ্যালামনাই গেট টুগেদার।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্তমান শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবমুখর পরিবেশে এক অসাধারণ মিলনমেলায় পরিনত হয় ক্যাম্পাস প্রাঙ্গণ। অ্যালামনাইদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কে এম সালজার হোসেন বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে অগ্ৰযাত্রা তুলে ধরেন ও চলমান একাডেমিক উন্নয়ন সমুন্নত রাখার জন্য অ্যালামনাইদের ভুমিকা ও সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর কর্নেল মোশাররফ হোসেন, রেজিষ্ট্রার কর্নেল বদরুল আহসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ভাবে আয়োজিত অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টভিত্তিক ইন্টারেক্টিভ আলোচনায় ছাত্রছাত্রীদের শিক্ষাগত মানোন্নয়ন, চাকরি, পেশা এবং বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক দক্ষতা সম্পর্কে বিশেষ বক্তব্য রাখে সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা।
অ্যালামনাইদের মধ্যে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নিলয় জানান, এ অনুষ্ঠানে এসে আবেগাপ্লুত হয়েছি, অনেক প্রিয় মুখের সঙ্গে দেখা হয়েছে, অসম্ভব ভালো লেগেছে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, সিভিল ইন্জিনিয়ার, ব্যবসায় প্রশাসন, ইংরেজী ও আইন বিভাগে স্মাতক ও স্নাতকোত্তর, এমবিএ ডিগ্রি প্রদান করে আসছে।
বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ও বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরুখ হোসেন রিয়ান বলেন, আমাদের গ্ৰাজুয়েটদের নিয়ে আমরা অনেক আশাবাদী। এমন আয়োজন নিঃসন্দেহে একটি মূল্যবান সেতুবন্ধ।
আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ও ব্যবসায় প্রশাাসন বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, এমন একটি সুন্দর উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এর মাধ্যমে একটি নতুন অধ্যায় সূচনা হলো।
পরে অনুষ্ঠানে আগত অ্যালামনাইদের শুভেচ্ছা স্বরূপ স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কিউএনবি/অনিমা/২১ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩২