রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন

আটপাড়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সভাপতির অভিযোগ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার মল্লিকপুর শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবীরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি, রাস্ট্রীয় দিবস যথাযথভাবে পালন না করার অভিযোগ উঠেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম খান হীরা গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, নেত্রকোনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ, চেয়ারম্যান উপজেলা পরিষদ আটপাড়া, ইউএনও আটপাড়া, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে। অভিযোগে জানা গেছে, নেত্রকোনার আটপাড়ার মল্লিকপুর শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবীর দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ে কর্মরত আছেন। তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাস্ট্রীয় কর্মসূডঢ় পালনে অনিহা প্রকাশ করেন এবং ২১ ফেব্রুয়ারী, ৭ মার্চ, ১৭ মার্চ কর্মসূচি পালনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের জানান না। বিদ্যালয়ের সরকারি বরাদ্দের আংশিক কাজ করে সাকুল্য টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া বিভিন্ন সময়ে প্রাপ্ত সরকারি বরাদ্দের বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষদের সাথে কোন ধরণের আলোচনা না করে তিনি একাই সিদ্ধান্ত গ্রহন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও হাট বাজারে মানুষের সাথে নানা কটুক্তি ও আপত্তিকর কথা বলে থাকেন। প্রধান শিক্ষক আশগীর কবীর বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে অসদাচরণ, ধমক ও পায়ের জুতা দিয়ে ঢিল মেরে আঘাত করেন। মল্লিকপুর শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবীর বলেন, প্রধানমন্ত্রী, খালেদা জিয়াকে নিয়ে কোন ধরণের কটুক্তি করিনি। বিভিন্ন জাতীয় দিবস বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কমিটির সদস্যদের জানিয়ে পালন করে থাকি। শিক্ষার্থীদের সাথেও কোন ধরণের অসদাচরণ করিনি।

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন বলেন, আটপাড়ার মল্লিকপুর শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর কবীরের বিরুদ্ধে বিদ্যালয় পরিচাণা কমিটির সভাপতি লিখিত অভিযোগ করেছেন। বিবষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

সম্পর্কিত সকল খবর পড়ুন..

আর্কাইভস

June 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© All rights reserved © 2022
IT & Technical Supported By:BiswaJit
themesba-lates1749691102