বিনোদন ডেস্ক : ‘পাঠান’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। এর মধ্যে ছবিটি দেখেননি এমন সিনেমাপ্রেমী খুব কমই রয়েছেন। তারপরও অনেকে রয়েছেন যারা এখনও ছবিটি দেখে উঠতে পারেননি। আবার এমন লোকজনও রয়েছেন যারা আবারও ছবিটি দেখতে চাইছেন। তাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। এবার বাড়িতে বসেই দেখে নিতে পারবেন ‘পাঠান’। কীভাবে দেখবেন, তা হয়তো অনেকেই আন্দাজ করতে পারছেন।
২২ মার্চ ওটিটির পর্দায় মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। যদিও নির্মাতাদের তরফে এখনও অফিশিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে, তা এখনও সামনে আসেনি। বক্স অফিসে ৫০ দিন পূর্ণ করার পরও একইভাবে বক্স অফিসে রাজত্ব করে চলেছে ছবিটি। এখন পর্যন্ত তামিল, তেলুগু, হিন্দি মিলিয়ে দেশের বাজারে ছবিটির বক্স অফিস কালেকশন ৬৫০ কোটি রুপিরও বেশি। গোটা বিশ্বের বক্স অফিস কালেকশন মিলিয়ে এই ছবির বক্স অফিস কালেকশন ১ হাজার ৪৩ কোটি রুপি ছাড়িয়েছে।
২০১৮-তে মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ছবি ‘জিরো’। যেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে শুধু ‘জিরো’ই নয়, তার আগেও শাহরুখের আরও বেশকিছু ছবি মুখ থুবড়ে পড়েছিল। তবে তারপর বেশ কয়েক বছর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন ‘কিং খান’। প্রায় পাঁচ বছর বাদে ফিরে শাহরুখ যেভাবে ঝড় তুলেছেন, একের পর এক রেকর্ড ভেঙেছেন, তাতে সবাই বিস্মিত!
অনেকেই বলছেন, ‘এভাবেও ফিরে আসা যায়।’ প্রসঙ্গত, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ৪ নম্বর ছবি হলো ‘পাঠান’। যশরাজের স্পাই ইউনিভার্সের প্রায় সব ছবিই বক্স অফিসে সুপারহিট। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে বাদশার ‘পাঠান’। এর আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিগুলো হলো ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, আর তারপরই মুক্তি পেল ‘পাঠান’। খুব শিগগিরই মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউএনবি/আয়শা/১৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৮