আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো টুইটারে লিখেছেন, ‘দ্বিতীয় দফায় শান্তি প্রক্রিয়ার শুরু হলো। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সেন্ট্রাল জেনারেল স্টাফের মধ্যে শিগগিরই আলোচনা শুরু হবে।’পেত্রো একটি ‘সম্পূর্ণ শান্তি প্রক্রিয়া’ অর্জনের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার লক্ষ্য, দীর্ঘ ৬০ বছরে ধরে চলা সহিংস সংঘাতের অবসান ঘটাতে তাদের সবার সঙ্গে শান্তি আলোচনা শুরু করার জন্য দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে একত্র করা।
এর আগে, দেশটির অ্যাটর্নি জেনারেল ফ্রান্সিসকো বারবোসা দেলগাদো ফার্কের অন্যতম শীর্ষ কমান্ডার জর্জিও ভেরা ফের্নান্দেজ ওরফে ইভান মরদিস্কোসহ ১৯ জন বিদ্রোহীর অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করেন। তার পরপরই সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এল। জর্জিও ভেরা ফের্নান্দেজ ২০১৬ সালের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে তারা আবারও ২০১৮ সালে অস্ত্র হাতে তুলে নেন।
ফার্ক ছাড়াও দেশটির সরকার ২০২২ সালের নভেম্বরে বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গেও আলোচনা শুরু করে। অবশ্য এর আগেও ইএলএনের সঙ্গে সরকারে আলোচনা হয়েছে। তবে ২০১৯ সালে রাজধানী বোগোতায় পুলিশ একাডেমিতে হামলায় ২১ জন নিহত হলে তৎকালীন প্রেসিডেন্ট ইভান দুকে সেই আলোচনা ভেস্তে দেন।
২০১৭ সালের জুন মাসের শেষ দিকে কট্টর বামপন্থী ‘রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্কের কমান্ডার রদ্রিগো লনডোনো ও কলম্বিয়ায় জাতিসংঘ মিশনের প্রধান জিন আর্নল্ট। কিন্তু কমান্ডার জর্জিও ভেরা ফের্নান্দেজসহ আরও কতিপয় শীর্ষ নেতা অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকেন এবং পরে আবারও বিদ্রোহ করেন।
কিউএনবি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:৩৩