মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, আজকের এই জয় বাংলা ভাস্কর্য আগামীর প্রজন্মর কাছে হাজার বছর মুক্তিযুদ্ধ লালন করবে। বোচাগঞ্জ উপজেলায় যে জায়গায় ভাস্কর্যটি নির্মান করা হলো, মুক্তিযুদ্ধের সময় সেই জায়গাটি ছিল মুক্তিযুদ্ধের আতুর ঘড়ের মত। মুক্তিযোদ্ধারা এই জায়গা থেকেই বাংলাদেশ স্বাধীন করার সপথ নিয়েছিল। আমরা গবির্ত, আমরা সেই জায়গা মুক্তিযুদ্ধের অহংকার, আমাদের গর্বের জয় বাংলা ভাস্কর্য নির্মান করেছি।
তিনি আরো বলেন, আজকের এই সমাবেশ মুক্তিযুদ্ধকে হাজার বছর লালন করার সমাবেশ। আমরা(আওয়ামী লীগ) রাজনীতি করি বাংলাদেশকে রক্ষা করার জন্য, বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব বাস্তবায়ন করার জন্য, বাংলার মানুষকে ভাল রাখার জন্য। আমরা দেখেছি ৭৫এর বর্বোচিত হত্যাকান্ডের পর ২১ বছর কি ভাবে রাজাকার আলবদর এবং ঐ পাকিস্থানীরা বাংলাদেশে মাথা উচুকরে দাড়িয়েছিল। যুদ্ধাঅপরাধীদের মন্ত্রী বানিয়ে পুরস্কৃত করেছে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া।
গতকাল ৭ মার্চ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের স্কুলরোডে জয় বাংলা ভাস্কর্যের উদ্বোধন শেষে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ জাফরুল্লাহ, আফজাল হোসেন নাবু, শামসুল আলম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ নাঈম শাহ্, বোচাগঞ্জ উপজেলা কমান্ডার (দায়িত্বরত) ও নির্বাহী অফিসার ছন্দা পাল প্রমুখ। ৩১ ফুট উচ্চতার জয় বাংলা ভাস্কয্যটির ভাস্কর সুদিপ্ত মল্লিক।
ছবির ক্যাপশনঃ গতকাল ৭ মার্চ দিনাজপুরের বোচাগঞ্জে জয় বাংলা ভাস্কয্য শুভ উদ্বোধন শেষে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ছবি- প্রতিনিধি।।
কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:২১