মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক এক সেমিনার জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী (জিপি), জেলা তথ্য অফিসার সোহেল মিয়া সহ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক তৌফিকুর রহমান।
কিউএনবি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/বিকাল ৩:১৫